Nahid0x1
2 min readMay 12, 2023

VPN (Virtual Private Network) -- কি পারে আমাদের ইন্টারনেটে গোপন রাখতে ?

আমরা অনেকে মনে করি একটা ভালো পেইড Vpn অথবা Tor Browser ব্যবহার করে আমরা আমাদের লোকেশন চেঞ্জ করে ফেলেছি বা অনেকে অনলাইনে কোনো খারাপ কাজ করার আগে Vpn কানেক্ট করে নেয়, সে মনে করে Vpn আমাকে ইন্টারনেটে গোপন রাখবে যদি মনে করে থাকেন বপন আপনাকে অ্যানোনিমাস করে রাখে তাহলে আপনি ভুল!!!
**প্রথমত যে প্রোভাইডার এর Vpn কানেক্ট করবেন সাইবার ক্রাইম নিয়ে যারা সরকারী ভাবে কাজ করে তারা যদি সেই Vpn এর প্রোভাইডার এর কাছ থেকে আপনার ইনফরমেশন নিয়ে নিতে পারবে একটি প্রশাসনিক লোক যা চাবে তা দিতে বদ্ধ।

**দ্বিতীয়ত আপনি যদি Vpn কানেক্ট করে বিভিন্ন ওয়েবসাইটে ঘুরে বেড়ান এবং খারাপ কাজ করেন, তাহলে খুব সহজে আপনাকে আইডেন্টিফাই করা সম্ভব DNS বলতে একটি জিনিস আছে DNS অর্থ "Domain Name System" আপনি যেই ইন্টারনেট প্রোভাইডারের ISP লাইন ব্যবহার করেন তারা আপনার ডিভাইস দিয়ে করা সার্চ হিস্ট্রি আপনি কি ব্রাউজ করছেন সব দেখতে পারে আপনি VPN কানেক্ট করলে পাবলিক ইপি চেঞ্জ হবে but আপনি যা ব্রাউজ করবেন সেটার Dns record আইএসপি প্রোভাইডার এর কাসে যাবে ।
What Is DNS (Domain Name System) ?
মনে করুন যদি এমন হতো ওয়েবসাইট যদি google.com facebook.com youtube.com এই রকম না হয়ে 142.250.182.46 157.240.1.35 142.250.196.78 এই রকম থাকতো ব্রাউজারে গিয়ে এইভাবে আইপি এড্রেস দাওয়ার পরে আপনার ওয়েবসাইটটি অপেন হতো তাহলে কি অনেক গুলো ওয়েবসাইট এর আইপি এড্রেস মনে রাখতে পারতেন? এইভাবে অনেক কষ্ট সাধ্য হয়ে যায় সেই জন্য DNS ব্যবহার করা হয় যাতে মানুষ ওয়েবসাইটের ডোমেইন নেম মনে রাখতে পারে ডোমেইন নেম দিয়ে ওয়েবসাইট ব্রাউজ করতে পারে। DNS এর কারণে মানুষ খুব সহজে ওয়েবসাইটের এড্রেসটি মনে রাখতে পারে।
Example:
-----------------------------------------------------------
| Domain Name System | Ip Address |
------------------------------------------------------------
| google.com | 142.250.182.46 |
-----------------------------------------------------------
| facebook.com | 157.240.1.35 |
-----------------------------------------------------------
| youtube.com | 142.250.196.78 |
-----------------------------------------------------------
যারা VPN কানেক্ট করে অনলাইনে ব্রাউজ করেন তাদের সবার DNS রেকর্ড তাদের আইএসপি প্রোভাইডারদের কাছে রোয়ে যায় তাই অনলাইনে ফুললি হিডেন হওয়া যায় না।

এবং DNS এতটাও সিকিউর না DNS Cache Poison করে Men in the middle attack ও করা যেতে পারে মনে করুন google.com এটি একটি DNS, but এটার আইপি এড্রেস চেঞ্জ করে কোনো ক্ষতিকর ইপি এড্রেস যোগ করে দেওয়া হয়েছে তাহলে আপনি google.com ওপেন করলে অন্য কোনো স্ক্যাম সাইট এ ঢুকে যেতে পারেন google.com মনে করেএবং DNS এতটাও সিকিউর না DNS Cache Poison করে Men in the middle attack ও করা যেতে পারে মনে করুন google.com এটি একটি DNS, but এটার আইপি এড্রেস চেঞ্জ করে কোনো ক্ষতিকর ইপি এড্রেস যোগ করে দেওয়া হয়েছে তাহলে আপনি google.com ওপেন করলে অন্য কোনো স্ক্যাম সাইট এ ঢুকে যেতে পারেন google.com মনে করে

✍️WRITE-UP BY : Nahid Alam